সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৩০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৃটেন থেকে পরিচালিত দাতব্য সংস্থা ‘আল খায়ের ফাউন্ডেশন’। প্রতিটি পরিবারের ফুড প্যাকে ছিল ৬ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী।

 মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ এলাকায় এসব খাদ্রসামগ্রী বিতরণ করে সংস্থাটি।

 ‘ফুড প্যাক’ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা।

এসময় উপস্থিত ছিলেন, আল খায়ের ফাউন্ডেশন সিলেট আঞ্চলিক অফিসের কো-অর্ডিনেটর মো. হাসনাত আহমেদ, মিডিয়া কো-অর্ডিনেটর আহমেদ সেলিম, স্থানীয় গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, ইয়াকুব শাহরিয়ার,আলাল হোসেন,কুহিনুর রহমান নাহিদ,নোহান আরেফিন নেওয়াজ, প্রমূখ।