সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক প্রবাসী বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বাড়ির নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উপজেলা বাংলাবাজার ইউনিয়নের  মৌলারপার গ্রামের বাসিন্দা প্রবাসী দিলো মিয়ার বাড়িতে  বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে এই হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আল আমিন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আচমকা কোন পুরুষ লোক বাড়িতে না থাকার সুযোগে রফিক মিয়া(রফু), আজিজ মিয়া,রিপন মিয়া,ফজলু মিয়া,হারুন মিয়া,দেলোয়ার হোসেন,ঝর্ণা আক্তার, নাছিমা আক্তারসহ ১২/১৩জন দুর্বৃত্তরা দা, লোহাড় রড, পাইপ, লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনক্স সামগ্রীসহ সমস্ত মালামাল ভাঙচুর করে। 

আমার মামী অরুনা বেগমকে টেনে হিচড়ে নিয়ে মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে ও তার কোলে থাকা শাহাদাত হোসেন (শিশু বাচ্চা ১৩মাস) কোল থেকে নিয়ে ছোড়ে ফেলে দেয়, এতে মারাত্মক আহত হয়। 

প্রবাসী দিলো মিয়া মুঠোফোনে কান্না জারিত কন্ঠে বলেন,,রফিক মিয়া (রফু)বাহিনীর ভয়ে বাড়ীর বাহিরে থাকে আমার ছেলেরা এই সুযোগে দিনের পর দিন আমাদের বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে,এলাকার চিন্হিত সন্তাস ও চাঁদাবাজ ভূমিদস্যু,মাদক কারবারি, থানা একাধিক মামলা রয়েছে রফু বাহিনীর বিরুদ্ধে, আমার পরিবার জান মালের কোন নিরাপত্তা নাই। 

এঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন । তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর পরিবার।

এ বিষয় জানতে রফিকুল ইসলাম রুফুর মুঠোফোনে কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন,এ ঘটনায় থানায় অভিযোগ করা  হয়েছে,তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।