গতকাল সোমবার সাড়ে দুপুর ১২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়নের টিপরাছড়ায় উত্তম পালের বাড়ি ও দোকানে ঘটনা ঘটে। হামলাকারীরা একই এলাকার এবং ভুক্তভোগী পরিবারটির পরিচিত বলে জানা গেছে। তারা দোকানের চতুর্দিকে ওয়াল ভেঙ্গে দোকানের মালপত্র ও দোকানের হিসাবের কাগজ ক্যাশ বাক্স লুট করে নিয়ে গেছে।


উত্তম পালের ছোট বোন অঞ্জু পাল জানায় যে সোমবা দুপুর সাড়ে ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল দা, বটি, কোড়াল ও লাঠিসোঁটা নিয়ে দোকান ও বাড়িতে হামলা করে।


অঞ্জু পাল বলেন, তার ভাই কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নন কারো সাথে কোন বিরোধ ছিলোনা না ।তবে কি,কারনে হামলা হলো বুঝে উঠতে পারেনি। যারা তাঁর বাড়িতে হামলা করেছে, তারা সবাই স্থানীয় এবং পূর্বপরিচিত। তবে তারা যাওয়ার সময় ভয়ভীতি দেখানোর ফলে তিনি কারও নাম বলতে চাচ্ছেন না। আবারো হামলার ভয়ে পুলিশে কোনো অভিযোগও করতে পারেননি। তাঁরা এখন আতঙ্কে আছেন।