গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে–এর নর্থ ওয়েস্ট রিজিয়নের অভিষেক অনুষ্ঠান ২০২৫ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ, স্বদেশ ও প্রবাসের কমিউনিটি নেতৃবৃন্দের মিলনমেলা এবং সিলেটি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়ার ওপর বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি বর্ণিল রূপ লাভ করে।





অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিলু রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ। সভার সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্ট রিজিয়নের সভাপতি মির্জা আছকির বেগ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্যঅনুষ্ঠানের প্রধান অতিথি, ম্যানচেস্টার এসিস্টেন্ট হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন, প্রবাসীদের ঐক্য, বাংলাদেশ–ইউকে সম্পর্ক এবং সিলেট অঞ্চলের উন্নয়নে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,“সিলেট অঞ্চল উন্নয়নে প্রবাসীদের ভূমিকা সবসময়ই অনন্য। আপনাদের সহযোগিতা ও পরামর্শ বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে। বিমানবন্দর, বিনিয়োগ, শিক্ষা–সবক্ষেত্রেই দেশের উন্নয়ন আপনারা দ্রুত এগিয়ে নিতে পারেন।




”বিশেষ অতিথি টিমসাইড কাউন্সিলের মেয়র শিবলি আলম বলেন,“গ্রেটার সিলেট কাউন্সিলের কাজ প্রবাসী বাংলাদেশিদের পরিচয়কে আরও শক্তিশালী করে। নতুন কমিটির সদস্যরা আগামী দিনে সিলেটের উন্নয়ন এবং সামাজিক কল্যাণে আরও গতিশীল ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
”বিশেষ অতিথি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সালেহ আহমেদ বলেন,“সিলেটের দীর্ঘদিনের দাবি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন ও নো-ভিসা ফি কমানোর বিষয়টি নিয়ে আমরা সরকারের সাথে নিয়মিত আলোচনা করছি। প্রবাসীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় কমিটি সচেষ্ট থাকবে।
”কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফিরুজ খান এবং উপদেষ্টা ফারুক আহমেদও অভিষেক কমিটির প্রতি শুভকামনা জানান।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর নাজরুল ইসলাম, রচডেল কাউন্সিলের প্রতিনিধিরা, ব্যবসায়ী–নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রভাবশালী কমিউনিটি ব্যক্তিত্বরা।এ ছাড়া বক্তব্য রাখেন লিটন আহমেদ চৌধুরী, এমজি কিবরিয়া, মুজাহিদ খান এমবিই, BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, এবং আরও অনেকে।
বক্তারা সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়ন সমস্যা, বিশেষ করে—সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর,নো–ভিসা ফি হঠাৎ বৃদ্ধিবিষয়গুলো নিয়ে কঠোর সমালোচনা করেন। প্রবাসীদের দাবি, “নো–ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত কমানো না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে প্রবাসী সিলেটিদের উপর।”
সভাপতির বক্তব্যসভাপতি মির্জা আছকির বেগ বলেন,“নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটি সিলেটি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি উন্নয়ন—সব দিকে আমাদের অবদান আরও বাড়ানোর সময় এসেছে। সকলের সহযোগিতা পেলে আমরা সিলেটের উন্নয়নে নতুন মাইলফলক তৈরি করতে পারব।”
মিলনমেলায় উৎসবের অনুভূতিঅভিষেক অনুষ্ঠান ঘিরে ম্যানচেস্টার–ওল্ডহ্যাম বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মিলনমেলা হয়। অতিথিদের শুভেচ্ছা বিনিময়, সিলেটি সংস্কৃতি আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসী সিলেটিদের প্রাণের উৎসব।
