গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের বর্ণাঢ্য ইনঅগুরেশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল ইসলাম, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মির গোলাম মোস্তফা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার এসিস্টেন্ট হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারিংটন কাউন্সিলের মেয়র, টিম সাইড কাউন্সিলের মেয়র, এবং ওল্ডহ্যাম কাউন্সিলের জনপ্রিয় কাউন্সিলরবৃন্দ— মন্তাজ আলী আজাদ, আব্দুল জব্বার, আব্দুল মালিক ও মোহন আলী।
সভাপতির স্বাগত বক্তব্যে মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেটার সিলেটের মানুষদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতি বিকাশের জন্যই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। তিনি সিলেট বিভাগের অবহেলিত এলাকা, অবকাঠামোগত দুরবস্থা, ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতার নানা সমস্যা তুলে ধরেন এবং সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসী সিলেটিরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কিন্তু এখনও সিলেট অঞ্চলে পর্যাপ্ত উন্নয়ন হচ্ছে না। বক্তারা সিলেটের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দেন।
বিশেষভাবে বক্তারা নো ভিসার ফি বৃদ্ধি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন এবং হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন-এর প্রতি আহ্বান জানান যাতে নো ভিসা ফি পুনর্বিবেচনা করে কমানো হয়, যাতে প্রবাসীরা আরও সহজে দেশে যাতায়াত করতে পারেন।
সংগঠনের সহ-সভাপতি ছৈয়দ ছাদেক হুসেন বলেন, “আমরা চাই যুক্তরাজ্যের প্রতিটি সিলেটি একত্রে কাজ করি, যাতে গ্রেটার সিলেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।”
এ সময় সেন্ট্রাল কমিউনিটির কনভেনার মকিস মনসুর ১১৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। নতুন এই কমিটি গ্রেটার সিলেট কমিউনিটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন-এর মাধ্যমে সংগঠনের প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রচডেল দল।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গণি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মুনাফা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“সিলেট শুধু প্রবাসীদের শহর নয়—এটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির প্রতীক। প্রবাসী সিলেটিরা সবসময় দেশের পাশে থেকেছেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,
“আমরা ঐক্যবদ্ধ থাকলে সিলেটের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। এই সংগঠন প্রবাসে থেকেও মাতৃভূমির উন্নয়নে কাজ করে যাবে।”
