যুক্তরাজ্যের লিডসে সেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডস সেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ মাসুম আহমেদ। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুর আহমেদ ও সায়েম আহমেদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিকুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির সহ-সম্পাদক মোঃ জাহেদ আলী, উপদেষ্টা মল্লিক হুসাইন আহমেদ হাসনু, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার কবির, লিডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জহরুল ইসলাম, ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মওলা নিক্সন, লিডস বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখলুল করিম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমিন, ওল্ডহ্যাম বিএনপির সাবেক প্রচার সম্পাদক খালেদ আহমেদ, ওল্ডহ্যাম সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি তখলিছ মিয়া, সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ—আব্দুল জব্বার, শানুর মিয়া, আলা উদ্দিন, আলমগির মিয়া, শামিম মুজুমদার, সুলেমান খান, আলম মিয়া, সৈয়দ ওলিদ মিয়া, শায়েল জিম্মাদার, শিব্বির আহমেদ, আবু জহুর, সুমন আহমেদ, মানিক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসে সেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
