যুক্তরাজ্যে বহুল ব্যবহৃত ওজন কমানো ও ডায়াবেটিসের ইনজেকশন গ্রহণের সঙ্গে প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার সম্পর্ক পাওয়া গেছে। ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা MHRA জানিয়েছে, এসব ওষুধ ব্যবহারের ফলে প্যানক্রিয়াসে প্রদাহ (Pancreatitis) সৃষ্টি হয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।এই রিপোর্টে বলা হয়েছে, GLP-1 শ্রেণির ওষুধ—যেমন ওজন কমানোর জন্য ব্যবহৃত Mounjaro (টিরজেপাটাইড) এবং Wegovy ও Ozempic (সেমাগ্লুটাইড)—ব্যবহারকারীদের মধ্যে শত শত প্যানক্রিয়াটাইটিসের ঘটনা রিপোর্ট করা হয়েছে।Mounjaro’র সক্রিয় উপাদান টিরজেপাটাইড-এর কারণে ১৮১টি প্যানক্রিয়াটাইটিসের ঘটনা এবং ৫টি মৃত্যুর তথ্য প্রকাশ করেছে MHRA। অন্যদিকে, Wegovy ও Ozempic-এর উপাদান সেমাগ্লুটাইড-এর কারণে ১১৩টি প্যানক্রিয়াটাইটিস ও ১টি মৃত্যুর খবর জানা গেছে।
MHRA আরও জানায়, এই শ্রেণির অন্যান্য ওষুধগুলোতেও বেশ কয়েকটি গুরুতর শারীরিক প্রতিক্রিয়া ও মৃত্যুর ঘটনা সংযুক্ত রয়েছে।GLP-1 ওষুধ কীভাবে কাজ করে:
এই ওষুধগুলো এমন হরমোনের মতো কাজ করে যা শরীরে খিদের অনুভূতি কমিয়ে দেয় এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে।
যুক্তরাজ্যে এক মিলিয়নেরও বেশি মানুষ এই ওষুধগুলো ব্যবহার করছেন।বিশেষজ্ঞরা বলছেন, এসব ওষুধ ব্যবহারের আগে রোগীদের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সজাগ থাকা উচিত। পেটব্যথা, বমি, ক্ষুধামান্দ্য বা হজমে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
MHRA জানিয়েছে, ওষুধগুলোর নিরাপত্তা যাচাই অব্যাহত রয়েছে এবং চিকিৎসকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা এমন প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে রিপোর্ট করেন।
