সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে কবি মোহাম্মদ আব্দুস শহীদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে আক্তাপাড়া সাংস্কৃতিক ফোরাম। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আক্তাপাড়া মিনাবাজারে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাজি রূপা মিয়া। সমাজসেবী মশিউর রহমান রাজার পরিচালনায় বক্তব্য রাখেন- সমাজকর্মী মাস্টার ইলিয়াসুর রহমান, সিচনী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাও. শাহ জাহান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির হাফিজ আবু খালেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, কবি আজমল আহমদ, আক্তাপাড়া আলীম মাদ্রাসার প্রভাষক এমদাদুল হক, ব্যবসায়ী সাইদুল ইসলাম, সাংবাদিক ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী এমরুল কয়েছ, শিক্ষক মো. রুহেল মিয়া ও রমিজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ মো. রেদুয়ান আহমদ।এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান সোহাগ, সমাজকর্মী মাহতাব মিয়া, আখলুছ মিয়া, জুনেদ আহমদ, আলী হোসেন, আনহার আলী, মারজান আহমদ, সায়েম আহমদ, সাইফুল ইসলাম, শামীম আহমদ, তানভীর আহমদ, সাখাওয়া হোসেন টিপু ও আবু সাঈদ সুমন প্রমুখ।