অত্যন্ত আনন্দঘন পরিবেশে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টাস অ্যাসোসিয়েশন নেবট্রার জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নর্থ ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে গত ১৫ই অক্টোবর মঙ্গলবার দি এম্পায়ার সুইট ব্যাংকুয়েটিং হলে। নেবট্রা নব নির্বাচিত সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেবট্রার প্রচার সম্পাদক খালেদ আহমেদ।







অভিষিক্ত কমিটিকে পরিচয় করিয়ে দেন নেবট্রা’র উপদেষ্টা ফারুক যোশী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরি, ওল্ডহ্যাম এর ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, বিমান বাংলাদেশ ম্যানচেস্টার এর ম্যানেজার মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জিয়াউল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কমিউনিটির বিভিন্ন সমসাময়িক ইস্যু প্রেক্ষাপট লেখনী ও উপস্থাপনের মাধ্যমে বিলেতে বাংলাদেশি কমিউনিটি ও বিশ্বের কাছে তুলে ধরতে সহায়ক ভুমিকা পালন করছে। এক্ষেত্রে নর্থ ইংল্যান্ডে প্রতিষ্ঠিত নেবট্রার সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তাদের পথচলায় নর্থ ইংল্যান্ডের বাংলাদেশীদের সকল কমিউনিটির কর্মকাণ্ডকে তুলে ধরতে অগ্রণী ভুমিকা পালন করছেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজা আহমদ ফয়সাল চৌধুরি বলেন স্বাধীনতা ও ভাষা আন্দোলনে নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং এসব ইতিহাস কমিউনিটির কাছে ছড়িয়ে দেওয়ার বিনীত আহবান জানান।











ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার বিমানের যাত্রীসেবা সহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ইস্যু তুলে ধরেন এবং এসব সমাধানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এবং বিমান ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন। এসময়
বিমান বাংলাদেশ ম্যানচেস্টার এর ম্যানেজার মাহমুদুর রহমান প্রবাসীদের বাংলাদেশ বিমানের যাত্রী সেবা গ্রহণে জনসচেতনতা তৈরি করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মমতাজ আলী আজাদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার ইব্রাহীম খলিল, আনওয়ার আলী জিতু, ময়নুল আমিন বুলবুল, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলী রেজা,সওকত আলী, ডক্টর আজম খান শামীম, মুজাহিদুর রাহমান, ডি এন কুরেশি, কামাল হোসেন, আবুল কাশেম, লিটন আহমেদ চৌধুরী, রুহুল আমিন রুহেল, গোলাম মওলা চৌধুরী নিক্সন।
এসোসিয়েশন এর উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রাখেন আফজাল রাব্বানি, গনি আহমেদ চৌধুরী, মুমিন খান, এম জুনেল আহমেদ, শিপার মিয়া।


নেবট্রার সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান ,সহ সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক, সহ সাধারণ সম্পাদক সারওয়ার হুসাইন, কোষাধ্যক্ষ দিলওয়ার হুসেন শিবলি প্রমুখ।
নেবট্রা সভাপতি এমজি কিবরিয়া তার বক্তব্যে অতিথিদের আনুষ্ঠানিক ভাবে স্বাগতম জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেবট্রাকে আরো সম্মুখপানে এগিয়ে নিতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।
ক্রীড়া সংগঠক আহাদ চৌধুরীর উপহার দেওয়া কেক কেটে নতুন কমিটির অভিষেক উদযাপন করা হয়। সিনিয়র সহ-সভাপতি শিপার আহমদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষ হয়।পরে আগত অতিথিদেরকে নিয়ে বাংলাদেশের মজাদার খাবার দিয়ে নৈশভোজের মাধ্যমে আড্ডায় আড্ডায় মুখোরিত হয় গোটা হল। এ ধরনের প্রোগ্রামে সবার মুখে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল নর্থ ইংল্যান্ড টিভি বাংলাদেশী টিভি রিপোর্টার এসোসিয়েশন।