সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ডারগার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) অভিযানে ১’শত ৮০ কেজি শিং মাছ, ১৫’শত কেজি বাংলাদেশী সুপারি,১১’শত ৪০ কেজি রসুন জব্দ করা হয়েছে। জব্দ কৃত পণ্যের মূল ১৪ লাখ ৫৮ হাজার টাকা।

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র বাংলাবাজার ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে ১৪ লাখ ৫৮ হাজার টাকা দামে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।