Please Share:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে অটোরিকশা ভর্তি সিংমাছসহ নান্নু মিয়া নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সুত্রে যানাযায়, চোরাই পথে বিপুল পরিমাণ বাংলাদেশী সিংমাছ ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)আওতাধীন বাংলাবাজার বিওপির টহল
কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ এর নেতৃ‌ত্বে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর )রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল নামক স্থানে অটোরিকশা ভর্তি ১৯৫ কেজি বাংলাদেশী সিংমাছ সহ চোরাকারবারি নান্নু মিয়া(৩০)কে আটক করা হয়েছে।সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র। এ সময় চোরাকারবারিগন বিজিবি’র উপর হামলা চালিয়ে আটক চোরাকারবারি নান্নু মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।বিজিবি’র প্রতিরোধের মুখে চোরাকারবারি গন পালিয়ে যান।

বাংলাবাজার বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দোয়ারাবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।
চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share: