সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী হকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হকনগর বাজারের ব্যবসায়ী আব্দুল আহাদ সভাপতি ও এডভোকেট আব্দুল কাইউমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) জুম্মা নামাজের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,হকনগর বাজার ব্যবসায়ী ও সমাজবাসীর সর্বসম্মতি ক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি -মোঃ হুমায়ুন কবির,সহ সেক্রেটারি মোশাররেফ হোসেন মজুমদার
কোষাধ্যক্ষ -জহিরুল ইসলাম জুলহাস, কার্য নির্বাহী সদস্য :হাজী মোঃ শহিদ মিয়া, আব্দুল কাদির (ইউপি সদস্য) মানিক মাষ্টার (ঝুমগাও -ব্যাবসায়ী),আবু হানিফ (মোল্লা বাড়ি), আকরাম আলী ( জুঁমগাও), জাহাঙ্গীর আলম ( মোল্লা বাড়ি),আল-আমিন (পেকপাড়া ব্যবসায়ী) ও ইয়াছিন আলী (জুঁমগাও)। গঠিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।