সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে ।


সোমবার(১৯ আগস্ট)সকালে উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের তত্তাবধানে ক্যান্সারে আক্রান্ত ৩৮ জন,লিভারসিরোসিসে আক্রান্ত ১জন,
জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪জন ও কিডনিতে আক্রান্ত ২জন সর্বমোট ৪৫ জন রোগীর মধ্যে ২২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।


সমাজসেবা অফিসার কামরুল ইসলাম বলেন, উপজেলার বাংলাবাজার ৪ জন,নরসিংপুর ২জন,দোয়ারাবাজার৮,মান্নারগাও-৬,পান্ডারগাও-৪,দোহালিয়া-৮,লক্ষিপুর -৪,বোগলাবাজার-২ ও সুরমা ইউনিয়নের ৭জন বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন।
তবে এ সময় আরো যারা এই আর্থিক অনুদানের চেক পাননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে বলে চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়।