শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম শাহ-এর নেতৃত্বে ওল্ডহ্যামে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন — গাফলা টুর্নামেন্ট ২০২৫।


এই টুর্নামেন্টে ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, রচডেল, ব্রাডফোর্ডসহ বিভিন্ন শহর থেকে প্রায় ১২০টি দল অংশগ্রহণ করে। খেলায় প্রবাসী তরুণ-তরুণী, পরিবার ও খেলাপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
আয়োজক আবুল কালাম শাহ বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রবাসে বসেও ঐক্য, আনন্দ ও খেলাধুলার চেতনা ছড়িয়ে দিতে চাই। অংশগ্রহণকারী সবাইকে ও আমাদের সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।




”তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে।দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শাহ ফাউন্ডেশন প্রবাসী সমাজে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
