ওল্ডহ্যাম বি এন পি পরিবারের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রির রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

শাহপরান মসজিদের  খতিব ও ইমাম মাওলানা ফকরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পির সাবেক সহ সাংঘঠনিক সম্পাদক  ও ওল্ডহ্যাম বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিলেট জেলা বি এন পির উপদেষ্টা মিয়া আমির হুসেন মজনু, ওল্ডহ্যাম বি এন পির সাবেক সহ সভাপতি ময়নোল ইসলাম হিরা, বির আহমে,  রাসেল আহমেদ চৌধুরি, গুলাম মোস্তফা রনি, আবুল কলাম শাহ সহ ওল্ডহ্যাম বি এন পির পরিবারের নেত্রীবৃন্দ।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপিন্ডে রোববার পেসমেকার বসানো হয় ।

এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা ।

ওল্ডহ্যাম বি এন পি পরিবারের পক্ষ থেকে  বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় ।

অনতিবিলম্বে দেশনেত্রীর খালেদা জিায়াকে নিঃশর্ত মুক্তি ও  বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি করেন ।

By iNEWS