জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)-এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গ্রেটার ম্যানচেস্টার জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মোসাহিদ হোসেইন এবং সঞ্চালনা করেন জাকি মোস্তফা টুটুল। কোরআন তেলাওয়াত করেন আব্দুল মালিক।


প্রধান অতিথির বক্তব্যে জননেতা মামুনুর রশীদ বলেন, “আমি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে বিজয়ী হলে জকিগঞ্জ-কানাইঘাটের প্রতিটি স্তরে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। আমার অঙ্গীকার হচ্ছে—জনগণের সেবা।”




সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এম আফজাল রব্বানি, ক্রীড়াবিদ আহাদ চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজসেবক কামাল হোসেন, এনাম আহমেদসহ প্রবাসী বিএনপির বহু নেতৃবৃন্দ। এছাড়াও ম্যানচেস্টার, রচডেল ও ওল্ডহ্যামে বসবাসরত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসা সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ ও প্রবাসে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকেছে। তাঁরা তারেক রহমানের প্রবর্তিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যুগান্তকারী রূপরেখা হিসেবে উল্লেখ করেন।




বক্তারা আরও বলেন, মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে জকিগঞ্জ-কানাইঘাটের নেতাকর্মীদের ঐক্য ধরে রেখেছেন। তাঁর সততা, সামাজিক কার্যক্রম ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এলাকায় প্রশংসিত।অনুষ্ঠান শেষে প্রবাসী নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
