ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট ব্যবসায়িক কমিউনিটির নেতা ও বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রধান সমন্বয়ক শাজাহান আহমেদের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আবিদুল ইসলাম আরজুর পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুরুতেই ফুল দিয়ে শাজাহান আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত অতিথিদের করতালি ও শুভেচ্ছায় পরিবেশ মুখরিত হয়ে ওঠে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহ জাহান, শাহ আলী হায়দার, আব্দুল মালিক, সাংবাদিক কবি সালেহউদ্দিন তালুকদার সুমন, গোলাম মওলা নিক্সন চৌধুরী, তাজ উদ্দিন, শাহ তাজুল ইসলাম ও আব্দুল কায়ুম তালুকদার সহ আরও অনেকে।


এছাড়াও ম্যানচেস্টার, ওল্ডহ্যাম ও রচডেলের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা তাঁদের বক্তব্যে শাজাহান আহমেদের যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।


তারা বলেন, প্রবাসে থেকেও তিনি দেশের উন্নয়ন ও মানবসেবায় যে নিষ্ঠা, আন্তরিকতা ও সময় দিচ্ছেন, তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।


বিশ্ব “স্বজন” ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানোর যে উদ্যোগ নিয়েছেন, তা সবার জন্য অনুপ্রেরণার উৎস।


সভা শেষে শাজাহান আহমেদ উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসে থেকেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মানবসেবা আমার জীবনের অঙ্গীকার, এবং এই অঙ্গীকার পূরণে আমি সারাজীবন কাজ করে যাব।”
