যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসীদের ঐতিহ্যবাহী ও বৃহৎ শিক্ষা ট্রাস্ট নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে–এর দ্বিবার্ষিক নির্বাচন গত ১৩ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের এন্টারপ্রাইজ সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল উৎসাহ ও প্রবাসী কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী এনায়েতুর রহমান খান। সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রিয় সাংবাদিক ও কলামিস্ট শাহ মোবাশ্বির আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জাবেদ হোসাইন।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা (BGM)। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শিক্ষাবিদ মাহতাব মিয়া, এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন শাহ আলী হায়দার। এরপর বিদায়ী কোষাধ্যক্ষ নুরুল কাছ রিপন বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।সভার বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চুনু, ব্যারিস্টার আতাউর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মাহবুব নুরুল ইসলাম, আবু তাহের এমবিই, নাদির আজীজ দরাজ, আব্দুল শহিদ, তমিমুল ইসলাম চৌধুরী, ফকরু উদ্দিন চৌধুরী, আলতাব উদ্দিন, ফিরুজ খান, মোহাম্মদ হাদীছ মিয়া, আবু ইউসুফ চৌধুরী, কাউন্সিলর মুহিব মিয়া, কাউন্সিলর জিলাদ মিয়া সহ আরও অনেকেই।দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা।

ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু এবং ব্যারিস্টার আব্দুল মজিদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের ঘোষণার মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃত্বে আসেন এনায়েত খাঁন, শাহ মোবাশ্বির আলী ও জাবেদ হোসাইন।নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে নবীগঞ্জের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, ট্রাস্টের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নবীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, আইসিটি ট্রেইনিং সেন্টার আধুনিকায়ন, এবং নারী-পুরুষ সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করা হবে।এছাড়া, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে বলে জানানো হয়।বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সকল ট্রাস্টি ও প্রবাসী শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সকলের সহযোগিতায় বর্তমানে ট্রাস্টের নিজস্ব জমিতে (১১ শতক) চারতলা ফাউন্ডেশনের ওপর দুটি তলা সম্পূর্ণ ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত ও নতুন ট্রাস্টিদের মাঝে সম্মাননা সনদ প্রদান করা হয়।নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হয়ে উঠেছে প্রবাসী বাঙালিদের ঐক্য, স্বপ্ন ও দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক।

By iNEWS