যুক্তরাজ্য সফরে এম নাসের রহমান, মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণযুক্তরাজ্য সফররত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম নাসের রহমানের সম্মানে যুক্তরাজ্যে অবস্থানকারী মৌলভীবাজার জেলার বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মো. রায়হান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন কারী সাজ্জাদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এম হাবিবুর রহমান কায়ুম।সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, কামাল হোসাইন, ফয়জুল হক লালা, তৈয়ব আলী, মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, “একটি বিশেষ ইসলামিক দল দেশের রাজনীতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি বিমানবন্দর স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে, যা জেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।”সভায় দলীয় ঐক্য ও আগামী নির্বাচন ঘিরে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামে প্রবাসী নেতাকর্মীদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

By iNEWS